এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
সোমবার (০৫ মে) সকাল দশটা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামী যুব সেনা সহ কুমিল্লা জেলার সুন্নি, ওলামা, মাসায়েক এর নেতাকর্মীরা। এ সময় কুমিল্লা চঁাদপুর, নোয়াখালী সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেন এবং চট্টগ্রাম লেনের উভয় পাশে ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সদর দক্ষিণের এসি ল্যান্ড সৈয়দ রেফাঈ আবিদ ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ ব্যাপক পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও বক্তব্য প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে যুবসেনার কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের সমাবেশ দুপুর পর্যন্ত চলবে।
বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সদর দক্ষিণ উপজেলার এসি ল্যান্ড এর সাথে আলোচনা হয় এতে বিক্ষোভকারীরা নির্দিষ্ট সময়ের আগেই মহাসড়ক ত্যাগ করে। বিক্ষোভ চলাকালীন সময়ে একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবি পেশ করেন।
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন লড়ি চালক হোসেন। তিনি বলেন, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঘণ্টাব্যাপি বসে আছি। সময়মতো মাল ডেলিভারি না দিলে যাতায়াত ও পণ্যের খরচ বেড়ে যায়। এ সময় প্রচন্ড গরমে যাত্রীসহ বয়োবৃদ্ধ অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। ট্রাফিক সূত্রে জানা যায় পরিস্থিতি অনুযায়ী যানজটের কারণে মহাসড়ক স্বাভাবিক হতে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।
এ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যৌথ প্রেস কনফারেন্স আজ বিকাল ৪টায় চট্টগ্রামস্থ দলীয় কার্যালয়, শাহ আনিস মসজিদ মার্কেট চেরাগী পাহাড়, চট্টগ্রাম আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.