সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত বালুমাঠ থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আলী আজ্জমের একমাত্র ছেলে আমিনুল ইসলাম (২৫)।
ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, বালুর স্তূপের পাশে রক্ত দেখে সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
নিহতের চাচা আব্দুল কাইয়ুম জানান, আমিনুল মঙ্গলবার রাতে ব্যবসার কাজে সিলেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বুধবার রাতে বাবার সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছবি দেখে তারা মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, নিহত আমিনুল তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। বাবার সঙ্গে অটো রাইস মিল ও নির্মাণসামগ্রীর ব্যবসায় যুক্ত ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার ইউরোপ যাওয়ার কথা ছিল। তিনি পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পাস করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে বালির নিচে চাপা দেয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.