কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজন সহ ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। রবিবার সারাদিন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২০ টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯ টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ১ টি মোবাইল সেট, ৭ টি বিভিন্ন সীল, ১ টি প্যাড, নগদ ৪৩,০০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.