কুমিল্লায় ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর মধ্যমপাড়াস্থ আবুল হাউজিং এস্টেট এর অভ্যন্তরে আল আমিন হোসেন শান্ত (৩৪) এর পরিচালনাধীন গরুর খামারের গোয়াল ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এসময় গোয়াল ঘরের ভিতর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, ৮ (আট) রাউন্ড কার্তুজ গুলি, ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন হোসেন শান্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন জেলার কোতয়ালী থানাধীন ডুমুরিয়া চাঁনপুর (দৌলত সর্দার বাড়ী) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আল আমিন মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করত। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের ৭/৮ টি মামলা আছে।
সে সীমান্তবর্তী এলাকা হইতে উক্ত মাদকদ্রব্য সংগ্রহ করে দাউদকান্দি থানাধীন শহীদনগর গ্রামের মোঃ শামীম এর নিকট সরবরাহ করেন।
আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইন ও মাদক আইনে ০২ (দুই) টি পৃথক পৃথক মামলা রুজু হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.