স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে
বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত কুমিল্লা মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার দ্বি বাষিক সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এই কমিটি ঘোষনা করা হয়।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এই দ্বি বাষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি কাজী নজির আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আতিকুর রহমান, বিজিএমইএ এর অন্যতম নেতা, মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক ভূঁইয়া সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দরা।
দ্বি বাষিক সম্মেলনে সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.