এ জে সোহেল, স্টাফ রিপোর্টার
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মায়ের চিকিৎসায় ভুল ইনজেকশন পুশে এক রোগীর মৃত্যু। এমনটাই অভিযোগ রুগী স্বজনদের।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে শুক্রবার ২১ মার্চ রাত ১০.৩০ ঘটিকায় ইন্টার্নি চিকিৎসক, ছাত্রদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক, হামলা কালীন সময় ক্যামেরা, মোবাইল ও অন্যান্য ডিভাইস হামলাকারীরা নিয়েনেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী রাত ১২ টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সেনাবাহিনী।
আহতরা হলেন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদুর রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। এ সময় হামলাকারীরা তাঁদের শারীরিকভাবে আক্রমণ করে এবং অনেকের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেয়।
আহতদের পাশে তাৎক্ষণিক কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর শাহ আলম বলেন এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয়। সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় উপযুক্ত বিচার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি এনামুল হক ফারুক জানান, এ ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি, অনতিবিলম্বে দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাতভর সুশীল সমাজ ও সাংবাদিক মহল গভীর উদ্যোগ ও নিন্দা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.