সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগরীর ছোটরা সরকারি কলোনি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ছোটরা একাদশ ও এম আর কে। প্রথমে ব্যাট করে এম আর কে দল ১০৫ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে ছোটরা একাদশ ৯৫ রানে অলআউট হয়ে যায়, ফলে এম আর কে ১০ রানে জয়ী হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন—
৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি এনামুল হক ভূইয়া, সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি নাহিদা আক্তার মুন্নি, কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর যুবদল কাজী জামান,
সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি গোলাম রব্বানী আজাদ, পুরস্কার বিতরণ ও আয়োজকের ভূমিকায় ইশতিয়াক হোসেন
খেলা শেষে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি, অনুষ্ঠানের আয়োজক কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ইশতিয়াক হোসেন বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.