মোঃ আবদুল আউয়াল সরকার,
ইজতেমা বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র, যা ইসলামী সমাজ, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মহানুভবতার এক অতুলনীয় দৃষ্টান্ত।
মাওলানা সাদ পন্থীদের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।ইতিমধ্যে দলে দলে ইজতেমা মাঠে আসতেছে ধর্মপ্রান মুসল্লীরা।
জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ) কুমিল্লাতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। মহান আল্লাহর নৈকট্য লাভে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যমে শেষ হবে এ ইজতেমা।
কুমিল্লা জেলা সদরের অদুরে পালপাড়া ব্রিজের পূর্বপাশে এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন গৌমতী নদীর চড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লীদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগের মুরব্বিরা তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় গুরুত্বপুর্ণ ঈমানি বয়ান পেশ করবেন।
এদিকে ইজতেমাকে ঘিরে তাবলীগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইটি পুলিশ বক্স বসানো হয়েছে। যারা ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে।
শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইজতেমায় যোগ দিতে আসছেন জেলা উপজেলার মুসল্লিরা। মুসল্লির ঢল এখন গৌমতীর তীরে। শীত ও কনকনে হিমেল হাওয়াকে উপেক্ষা করেই মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমা ময়দানের তাদের স্ব-স্ব খিত্তার (ছাউনির নিচে মুসল্লিদের অবস্থানের জায়গা) দিকে আসছেন।
ঈমান-আমলের এ বয়ান শুনতে ইজতেমা ময়দানের মুসল্লিরা মশগুল রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.