এ জে সোহেল, কুমিল্লা
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই পূর্বপাড়া ফয়েজুদ্দিন কাজীবাড়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স গেইটের দক্ষিণ পার্শ্বে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকা অভিমূখী রাস্তার উপর থেকে ৩১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এসময় শেরপুর জেলার শ্রীবরদী থানার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা গ্রামের চর শিমুলচরা পুরান বাজার সংলগ্নে চামার বাড়ীর পাশের বাসিন্দা সুরুজ মিয়া এবং মৃত হাছিনা বেগমের ছেলে মো: আল আমিন আহম্মেদ রমজান কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন, সহকারী উপপরিদর্শক কামরুল হাসান, মিজানুর রহমান, সিপাহী মো: তারেক শাহরিয়ার, মিঠুন চন্দ্র রবি দাস, বোরহান উদ্দিন, আ ন ম আশিকুর রহমান ও ড্রাইবার মো: রাসেল ইসলাম রণবীর।
আসামীর বিরুদ্ধে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.