Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৩, ১২:২৯ পি.এম

কুমিল্লায় স্থূলতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও গুণী চিকিৎসকদের সম্মাননা প্রদান মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি: শুক্রবার (১৬ জুন ২০২৩ খ্রিঃ) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিএমএ-র আয়োজনে “স্থুলতা -একটি নীরব ঘাতক: প্রতিরোধ ও চিকিৎসা” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও গুনী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। বৈজ্ঞানিক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বারডেম একাডেমির পরিচালক ও বারডেম এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো: ফারুক পাঠান। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা.অজিত কুমার পাল,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফা মোস্তারী। সায়েন্টিফিক সেমিনারের সভাপতিত্ব করেন কুমিল্লা বিএমএ’র সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী আব্দুল মান্নান। মডারেটর ছিলেন কুমিল্লা বিএমএ’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: ইজাজুল হক। বৈজ্ঞানিক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ মহাসচিব ডা. মো: ইহতেশামুল হক চৌধুরী। গুণী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল বাকী আনিস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো: আতাউর রহমান জসীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: মোরশেদুল আলম, ইসি সদস্য, বিএমএ, কুমিল্লা ও সাধারণ সম্পাদক, স্বাচিপ, কুমিল্লা এবং বিএমএ, কুমিল্লা ‘র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুল আউয়াল সোহেল। কুমিল্লা বিএমএ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার ও গুণী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা বিএমএ’র সাবেক সভাপতি ডা. মোঃ শহীদুল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক ডা.মোসলেহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, এড. জহিরুল ইসলাম সেলিম, অধ্যাপক ডা.শেখ মো: শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক,বিএমএ, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন, ও সমাজকল্যাণ সম্পাদক,বিএমএ,বিএমএ ইসি সদস্য ডা. মোঃ জাবেদ, কুমিল্লা বিএমএ’র ট্রেজারার অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, অধ্যাপক ডা. শাহাব উদ্দিন, অধ্যাপক ডা. তৃপ্তীশ ঘোষ, অধ্যাপক ডা. আতোয়ার রহমান, অধ্যাপক ডা. আজিজুল হোসেন, অধ্যাপক ডা. সরতাজ বেগম, ডা. জহিরুল হক, ডা. আলী নুর, অধ্যাপক ফারুক, অধ্যাপক লিটন কুমার রায়,ডা.নীহার রঞ্জন মজুমদার, ডা.রোকসানা, কুমিল্লা বিএমএ’র ইসি সদস্য ডা. জহিরুল ইসলাম বাদল, ইসি সদস্য ডা. শহীদ শামীম, বিএমএ ও স্বাচিপ নেতা ডা.হাবিবুর রহমান পলাশ, বিএমএ’র দপ্তর সম্পাদক ডা.অনুপম সাহা, স্বাচিপ প্রচার সম্পাদক ডা. খন্দকার মুঈদ,ইউএইচএফপিও ডা. কামরুল হাসান সোহেল, এনএইচএন কুমিল্লা’র যুগ্ম পরিচালক শ্যামল মজুমদারসহ কুমিল্লা বিএমএ ও স্বাচিপ এর নেতৃবৃন্দ এবং জেলার প্রায় ৮০০ জন চিকিৎসকসহ সাংবাদিক, অধ্যাপক, শিক্ষক, উকিল, প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। পেশাজীবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আইইবি কুমিল্লার সভাপতি চিফ ইন্জিনিয়ার বিডব্লিউডিবি মনিরুজ্জামান, সেক্রেটারি ইন্জিনিয়ার রহমতুল্লাহ কবির, সাবেক সেক্রেটারি ইন্জিনিয়ার ফজলে রাব্বি, জাতীয় অন্ধকল্যাণ সমিতির সভাপতি এড. আহম তাইফুর আলম, আজাদ সরকার লিটন, সাংবাদিক দীলিপ মজুমদার, এড. সেলিম মিয়া প্রমুখ। নিম্নে উল্লেখিত গুণী চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়: (১)বীর মুক্তিযোদ্ধা ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতি, বিএমএ। (২)ডা. মো: ইহতেশামুল হক চৌধুরী মহাসচিব, বিএমএ। (৩) ডা. ছৈয়দ জুলফিকার হায়দার ভাষা সৈনিক। (৪)ডা. এ বি এম খোরশেদ আলম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস সোসাইটি। (৫) ডা. সুলতান আহমেদ (মরণোত্তর) সাবেক সভাপতি, বিএমএ, কুমিল্লা ও মুক্তিযুদ্ধের সংগঠক। (৬)ডা. যোবায়দা হান্নান (মরণোত্তর) একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও সমাজসেবক। (৭) ডা. মো: মজিবর রহমান (মরণোত্তর) কোভিড হিরো। (৮)ডা.আইরিন পারভীন (মরণোত্তর) কোভিড হিরো। কুমিল্লা বিএমএ আয়োজিত এই অনুষ্ঠানে কুমিল্লা জেলার ৮ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করে। সায়েন্টিফিক সেমিনারে সায়েন্টিফিক পার্টনার ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।