সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালের মাধ্যমে অল্প টাকা দিয়ে ফাতেমা বেগম নামের এক প্রসূতির ডেলিভারি করিয়ে দিবে এমন প্রলোভন দেখিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকের অবেহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও পরিবারের কাছে নবজাতকের মৃত্যুর তথ্য গোপন রেখে দীর্ঘ সময় আইসিওতে রাখার পর পরিবারকে মামলার ভয়ভীতি দেখিয়ে এবং নবজাতকের মাকে হসপিটালে আটকিয়ে রেখে বাচ্চার লাশ নিয়ে যেতে বাধ্য করেন কতৃপক্ষ।
এসব অভিযোগ উঠেছে নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত হলি ফ্যামিলি হসপিটালের বিরুদ্ধে।এ ঘটনায় (২৯ অক্টোবর ২০২৪) মঙ্গলবার বিকেলে কুমিল্লা কোতায়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভোক্তভোগির পরিবার। পরিবার সূত্রে জানা যায়,গত সোমবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি রফাদফা করতে ভুক্তভীগী পরিবারকে নিয়ে বসেন হসপিটাল কর্তৃপক্ষ। এমন তথ্য পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে এর সত্যতা পায়। সরেজমিনে ওই দিন রাতে ঘটনা ধামাচাপা দিতে হসপিটাল কর্তৃপক্ষ এলাকার ১৫-২০ জনকে নিয়ে বসে আলোচনা করে এবং ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে তা উপস্থিত লোকদের নিকট প্রদান করেন। এমনকি উপস্থিত একজন পরিচয় গোপন রাখা সংবাদ কর্মীকে সেই টাকা দিতে চেষ্টা করেন কর্তৃপক্ষের একজন লোক।
পরিবারের অভিযোগ, সোমবার (২১শে অক্টোবর) রাত ২টার দিকে কুমিল্লা সদর হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের গেইটের ভিতরে গেলে হসপিটালের স্টাফ পরিচয়ে এক দালাল রোগীর কাগজপত্র হাতে নিয়ে মেডিকেলের ডাক্তার হলি ফ্যামেলী হসপিটালে আছেন বলে সেখানে নিয়ে যান এবং অল্প টাকায় ডেলিভারি করিয়ে দিবে বলে প্রলোভন দেখায়। পরে সেখানে ভুক্তভোগী ফাতেমা বেগম নামে ওই রোগীকে ভর্তি করেন এবং রোগীর চিকিৎসার খরচ বাবদ টাকা চেয়ে নগদ ৬০ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.