সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় রাতেই র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার শীতলপুর গ্রামের বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে জয় বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে ভাঙারির ব্যবসা করছেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রথমে একটি কুকুর জয়ের ওপর লেলিয়ে দেয়। এ সময় জয় প্রাণভিক্ষা চাইতে থাকেন। এরপর আরেকটি কুকুর ছেড়ে দেওয়া হয় এবং কুকুর দুটি হিংস্রভাবে তাঁকে কামড়াতে থাকে। একই সঙ্গে কয়েকজন লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন জয়। কিন্তু তাঁকে কোনো সুযোগ দেওয়া হয়নি।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ও বুড়িচং থানা–পুলিশের যৌথ অভিযানে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন ওরফে লিপু (৩৬),বরিশালের উজিরপুর থানার ফারুক হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৬)।
শনিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, সাকুরা স্টিল মিলে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছিল। দুই মাস আগে ডাকাতির পর নিরাপত্তার জন্য সেখানে তিনটি বিদেশি (জার্মান শেফার্ড) কুকুর রাখা হয়। বর্তমানে কারখানাটি মেরামতের কাজ চলছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা অতি উৎসাহী হয়ে কুকুর দিয়ে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। মিলের মালিকপক্ষ বিষয়টি জানতেন না।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, জয় চন্দ্র সরকার বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.