স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম বড় বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তাটি বন্ধ করে চার শতাধিক মানুষের চলাচলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশ দিয়ে মোকাম বড় বাড়িতে প্রবেশ করার একমাত্র রাস্তার পাশের জমি ক্রয় করেন দক্ষিণ পাড়ার আবুল হাসেম ও আবুল কাসেম। পরে সেটি ভরাট করে ফিলার কুপে রাস্তা সহ দখলে নেয়। এতে করে ওই গ্রামের শতাধিক পরিবারের প্রায় ৪০০/৫০০ লোকের যাতায়াতের বিঘ্ন ঘটে। এছাড়া সামান্য বৃষ্টিতে বাড়ির ভেতর পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও তহশিলদার এর পরামর্শে জমি মেপে রাস্তা ছেড়ে দেয়ার কথা হলেও তা আমলে নেয়নি হাসেম ও কাসেম। স্থানীয়রা জানায়, পূর্ব ও পশ্চিমে ১ কিলোমিটারের মধ্যে বিকল্প রাস্তা না থাকায় জনসাধারণের দূর্ভোগ চরমে।
https://youtu.be/DvrwRmDn-mA?si=KvEyTs8B28tYw9Ok
মানবাধিকার কর্মী ও সিঙ্গাপুর প্রবাসী বাবুল মিয়া নিজ উদ্যোগে মহাসড়ক থেকে বাড়ির ভেতর চলাচলের জন্য রাস্তাগুলো সিসি ঢালাই করে দিয়েছেন। কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে একন প্রধান বাধা হয়ে দাড়িয়েছে। রাস্তাটি খুলে দেয়ার জন্য তারা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.