এ জে সোহেল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার ২২ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইয়ামিন সুমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপি কৃষ্ণপুর গ্রামস্থ ফজল মাষ্টারের বাড়ীর উত্তর পাশে পুকুর পাড়ে ২২ (বাইশ) কেজি গাঁজা সহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর (মাষ্টার বাড়ী) গ্রামের মৃত আবুল ফজল মাষ্টার এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪১) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এতদাসংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩২, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.