মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লাস্থ বরুড়া উন্নয়ন সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা প্রদান কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই ২৩ ইং শুক্রবার বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি এডভোকেট জহিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জাতীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
বরুড়া উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক -দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি-গাজীউল হক সোহাগের সঞ্চালনায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, এডভোকেট আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহ অনেকে।এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উন্নয়ন সমিতির সদস্য বৃন্দ, বরুড়ার স্হানীয় সাংবাদিক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.