
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “Integrated Rehabilitation Requires Collective Effort” এবং সেমিনারের শিরোনাম ছিল “Bridging Knowledge between Korea and Bangladesh: Pulmonary Rehabilitation Innovations”।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেনারেল হাসপাতাল, কুমিল্লার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কাম-সুপারিনটেনডেন্ট ডা. এ. এন. এম. বাশির আহমেদ।একই অনুষ্ঠানে স্যারের ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ইউএইচএফপিও, সদর হাসপাতালের আরএমও, কনসালটেন্টসহ সকল চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আগত সহকর্মী ফিজিয়াট্রিস্টগণও অংশগ্রহণ করে প্রোগ্রামটিকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করে তুলেছেন।
অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাঃ সোহাগ চক্রবর্তী বলেন,
এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার কোরিয়ান ফেলোশিপ ট্রেনিং থেকে অর্জিত অভিজ্ঞতা সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাই, যা ছিল অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়।সকলের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মুক্তির লড়াই ডেস্ক : 

























