কুমিল্লা প্রতিনিধি
কবিতার মধ্যদিয়ে মানুষের সুগভীর ভাবনাগুলোকে জানা যায়। নিঃসন্দেহে একজন কবিকেও দার্শনিক বলা যায়।
"কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান" এই শ্লোগানকে উপজীব্য করে ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে স্বরচিত কবিতাপাঠ এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য্য ভুলুর সঞ্চালনায় উপস্থিত উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য কবিতার সুলতান কবি সৈয়দ আহমাদ তারেক, সাংগঠনিক সম্পাদক সংগঠক কবি ও লেখক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তারা সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠা সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.