মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাল্টিপারপাস কক্ষে “মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে এবং জুলাই শহীদদের স্মরণে" গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন - মো: মোমরেজ হোসেন,আহ্বায়ক : গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা, অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল মজিদ, উপাধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, সম্পাদক, শিক্ষক পরিষদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, মোঃ জাহাঙ্গীর আলম অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মোহাম্মদ জহিরুল হক স্বপন অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, বদরন্নেছা, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
মাওলানা মো: মোসলেহ উদ্দীন ভূঁইয়া
ইমাম ও খতিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ।
পবিত্র কুরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর নাতে রাসূল ﷺ এর পর ধারাবাহিক ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন ভিক্টোরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দীন ভূঁইয়া। এবং একই সাথে অত্র অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মাওলানা মোহাম্মদ আনোয়ার রেজা সাকি।এবং জুলাই বিপ্লব ও জুলাই শহীদদের স্মৃতিচারণ নিয়ে অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কার হাতে তুলে দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
পাশাপাশি অরাজনৈতিক একমাত্র মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ সম্পর্কে এবং এই কমিটি কি ও কেনো? এবং এর কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি তুলে ধরেন অত্র অনুষ্ঠানের সঞ্চালক মো: কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে ব্যক্ত করেন, উক্ত অরাজনৈতিক কমিটির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মানবতার কল্যানে সবসময় কাজ করে যাবে এবং কলেজে শান্তি শৃঙ্খলা ও নিরাত্তার জন্য কাজ করবে।
সবশেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাও. আনোয়ার রেজা সাকি এবং মুনাজাত পরিচালনা করেন ভিক্টোরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোসলেহ উদ্দীন ভূঁইয়া। আয়োজনে- গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.