এ জে সোহেল স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তল্লাশির সময় অস্ত্রটি উদ্ধার করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সদস্যরা।
শুক্রবার (১১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট অংশে হাইওয়ে পুলিশের একটি টিম রাত্রিকালীন ডিউটির অংশ হিসেবে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনে তল্লাশীর সময় বাসে একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পান। হাত ব্যাগটি দেখতে পেয়ে বাসের যাত্রীদের কাছে জানতে চাওয়া হয় এটি কার। কিন্তু যাত্রীদের কাছ থেকে কোন উত্তর না পাওয়ায় ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলটিতে ইংরেজিতে ‘মেড ইন ইতালি’ লিখা ছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.