লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজার এলাকায় সরকারি খাল ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার বিজরা বাজার এলাকায় রবিবার সকাল থেকে দুপুর পযন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও জনপদ বিভাগের (সওজর) জায়গা ও খাল জায়গা থেকে দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, লাকসাম থানার অফিসার ইনচার্জ মো: সাহবুদ্দীন খান ও সড়ক জনপদ বিভাগ অধিদপ্তরের কর্মকর্তারা।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই সিদ্দিকী জানান, কিছুদিন ধরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক লাকসাম উপজেলার বিজরা বাজার এলাকায় কামাল টাওয়ার থেকে উওর ব্রিজ পযন্ত সরকারি খাল ও সওজে'র জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালীরা। সড়ক ও খালের জায়গাটিতে স্থাপনার নির্মাণের অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় ভেকুর মাধ্যমে উচ্ছেদ করে জায়গাটা পুনরুদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.