স্টাফ রিপোর্টার
কুমিল্লা সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
সোমবার ২৮ জুলাই পরীক্ষার্থী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সরকারি কলেজ শাখা।
সকাল থেকেই কলেজ চত্বরে শাখার উদ্যোগে পরিচালিত হয় "ভর্তি সহায়তা হেল্প ডেস্ক", যা শিক্ষার্থীদের জন্য ছিল দিকনির্দেশনামূলক, সহানুভূতিশীল এবং ব্যবহারিক সহায়তার অনন্য উদাহরণ।
হেল্প ডেস্কে শিক্ষার্থীদের সুবিধার্থে যেসব ব্যবস্থা রাখা হয়: পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম, বিশুদ্ধ পানির সরবরাহ, ব্যাগ ও মোবাইল ফোন রাখার জন্য নিরাপদ স্থান, আসন বিন্যাসের শিট ও তথ্য সহায়তা, জরুরি প্রয়োজনে যাতায়াত ও গন্তব্য নির্দেশনার ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের সুব্যবস্থা।
এই উদ্যোগ পরীক্ষার্থীদের পরীক্ষার আগে মানসিক স্বস্তি ও সুশৃঙ্খল প্রস্তুতির পরিবেশ নিশ্চিত করেছে।
শাখা সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা-এর নেতৃত্বে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সক্রিয় ছিলেন সংগঠনের একঝাঁক নিবেদিত প্রাণ সদস্য। দিনভর তাঁরা দায়িত্ব পালন করেন দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ইসলামী ভ্রাতৃত্ববোধের অনুপম চেতনায়।
ইসলামী ছাত্র আন্দোলনের এই মহৎ প্রচেষ্টা পরীক্ষার্থীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.