মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৮.৮২ শতাংশ।
শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিঃ) সন্ধ্যা ৭টার দিকে ১০৫ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তাহসিন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইভিএমে ভো গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে বিকাল থেকে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে বেসরকারি ফল ঘোষণা শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে বিজয়ের পথে কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দীন বাহারের জ্যেষ্ঠ কন্যা সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও অপর দুই প্রার্থীর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফলের বার্তা শিট গ্রহণ করেন তাহসিন বাহার সূচনার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
বেসরকারি ফলাফল অনুযায়ী নগরীর ২৭টি ওয়ার্ডের ২ লাখ ৪২ হাজার ৪৯৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ১১৫জন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.