কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরিকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ আব্দুল মজিদ। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।
মোট ৯৪টি কেন্দ্রে ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ পেয়েছেন ৪৪ হাজার ৪১৪ ভোট এবং আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ (মেরি) ৪২ হাজার ৪৫২ ভোট পেয়েছেন। ঈগল প্রতীক মো. শফিকুল আলম পেয়েছেন ২০ হাজার ৮৯৯ ভোট।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ ১৯৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.