এ জে সোহেল - ষ্টাফ রিপোর্টার
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা চট্রগ্রাম হাইওয়ে রোডের চৌদ্দগ্রামের মিরশ্বানী বাজারের দক্ষিণে মহাসড়কের পূর্ব পাশের নালঘর রাস্তার মাথায় পাঁকা রাস্তার উপর হতে ৫১ (একান্ন) কেজি গাঁজা ও ১৮০ (একশত আশি) বোতল ফেন্সিডিল সহ মোঃ তাজুল ইসলাম (২৮) গ্রেফতার হলেন।
সে চৌদ্দগ্রাম উপজেলার ০৩নং কালিকাপুর ইউপির ০৭নং ওয়ার্ডের ২য় বদরপুর (মিশ্মানী টিলা) গ্রামের মৃত আলকাছ মিয়া ও নিলুফা বেগমের ছেলে।
উক্ত ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানাতে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.