সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৮ লক্ষ৮০ হাজার টাকার মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ন৮ টায় বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহলদলে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ২ লক্ষ ৯৪ হাজার পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৫৮ লক্ষ ৮০ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.