সৌরভ মাহমুদ হারুন
বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন প্রদানের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মী অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
এসময় কুমিল্লা - সিলেট মহাসড়কের উভয় দিকে ১০ কিঃ মিটারের অধিক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসংখ্য যান বাহন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ে। স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শহীদুল্লাহ প্রধান ও পুলিশ ফোর্স চেষ্টা চালিয়ে নেতাকর্মীদের দেড় ঘন্টা পর সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এ পর্যন্ত ৪ দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে।দাবী দাওয়া না মানলে আবার ও অবরোধ বিক্ষোভ মিছিল এর হুমকি।
বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস এর হাজার হাজার
নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারের অধীক এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। মিছিলে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য দাবি তুলা হয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেওয়া হয়।
উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, মিজানুর রহমান দুইবার উপজেলা চেয়ারম্যান ও ৬ বারের উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্ত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে কোনদিন চেয়ারে বসতে পারে নাই। আমরা চাই এবার ওনাকে ধানের শীষ প্রতীক দিয়ে এই আসনের নেতা হিসেবে বিএনপির হয়ে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.