ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
সুলতানপুর ব্যাটালিয়ন কতৃক সোমবার (৩০ ডিসেম্বর) কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৭৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মতিনগর নামক স্থান হতে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি।
৬০ বিজিবি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.