মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
কুমিল্লা-৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মোটর সাইকেল শো- ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকাল ৯টা থেকে লাকসাম স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ নেতৃত্বে র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি ও সমাবেশে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ইন্সাবভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে হাত পাখায় ভোট দিন।
আজ হাতপাখা ও ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
র্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে জংশন দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, বাইশগাও, মান্দারগাঁও, মনোহরগঞ্জ বাজার, পোমগাও, ফুলহরা, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.