কুমিল্লা জেলা প্রতিনিধি: লিভারের নীরব ঘাতক ন্যাশ (নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস)। ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে লিভারের প্রদাহের নাম হল ‘ন্যাশ’।
বৃহস্পতিবার (৮জুন ২০২৩ খ্রিঃ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হেপাটলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাজেদা খাতুন,নার্সিং সুপারিন্টেন্ডেন্ট শাহানারা আক্তার সানুসহ চিকিৎসক, নার্স,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাটিলিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসাটির নাম ‘লাইফস্টাইল মডিফিকেশন’। এ রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শারীরিক ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং শিশুদের জন্য খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস করতে হবে। বিশেষ করে শিশুদের ফাস্টফুডের অভ্যাস পরিবর্তন করাতে হবে। তাই ন্যাশ থেকে বাঁচতে হলে অস্বাস্থ্যকর খাবার পরিহার, স্থূলতা ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি। এ জন্য ব্যাপক জনসচেতনতা অপরিহার্য।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.