আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চেয়ারম্যান কার্স্টি কভেন্ট্রি ৯ নভেম্বর কুয়াংতুং প্রদেশে চীনের ১৫তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরপর ১২ নভেম্বর, বুধবার তিনি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এবারের জাতীয় গেমস খুবই তাৎপর্যপূর্ণ। তিনি আশা করেন, 'গ্রেটার বে এরিয়া'র উন্নয়নে ক্রীড়া ইতিবাচক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, এই জাতীয় গেমসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন সফরের সময় আমরা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠকসহ অনেক কার্যক্রমে অংশ নিয়েছি। প্রেসিডেন্ট সি 'গ্রেটার বে এরিয়া' উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তা খুব স্পষ্ট। এতে কেবল লক্ষ্যই নয়, চূড়ান্ত বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
কার্স্টি কভেন্ট্রি আশা করেন, খেলাধুলা এই প্রক্রিয়ায় একটি অনুঘটক ও চালিকাশক্তির ভূমিকা পালন করতে পারে। এই গেমসে কুয়াংতুং, হংকং এবং ম্যাকাওয়ের প্রতিনিধিদের অংশগ্রহণকে সবচেয়ে আনন্দের বিষয় বলে উল্লেখ করে তনি জানান- এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত।
তিনি প্রেসিডেন্ট সি-এর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, চীনের ক্রীড়া সুবিধাগুলো খুবই ব্যাপক, যা পেশাদার ক্রীড়াবিদদের পাশাপাশি আবাসিক এলাকারও উপকার করছে। এই উন্নয়ন দর্শন অত্যন্ত শক্তিশালী।
সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.