দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের সড়ক ধসের ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের এ সড়ক ধসে অন্তত ৩৬ জন নিহত হয়।
সড়কের সম্ভাব্য ঝুঁকি তদন্ত করার পাশাপাশি সেগুলোকে সময়মতো দূর করার আহ্বানও জানান প্রেসিডেন্ট সি। এ ছাড়া জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টার আহ্বানও জানান তিনি।
কুয়াংতোং প্রদেশের মেইচৌ-তাবু এক্সপ্রেসওয়েতে এ বিপর্যয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন প্রেসিডেন্ট সি চিনপিং।
ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রাফিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা উচিত জানিয়ে সি বলেছেন, সমস্ত অঞ্চল এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবশ্যই কাজের দায়িত্বে সমন্বয় করতে হবে।
সূত্র: ফয়সল, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.