মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কটিয়াদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মানিকখালীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা প্রত্যেক ইউনিয়নে ধানক্রয় কেন্দ্র চালু করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি রেলওয়ের সংলগ্ন থেকে বের হয়ে পুরো মানিক খালী বাজারে ঘুরে। এতে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।
এই সময় বক্তব্য রাখেন, জেলা কৃষক সমিতি সাধারণত সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান ও জেলা কৃষক সমিতির নেতা সৈয়দ নজরুল ইসলাম, মিছিলে নেতৃত্ব দেন শেখ জমশেদ।
এছাড়াও বজ্রপাতে নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরনের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.