"ক্লান্তে মমতার আচঁল"
~ডাঃ মোঃ আলমগীর
মায়ের মত উদার, জননেত্রী হাসিনা।
কোমল হৃদয়, কন্ঠ তাঁহার মায়ার বীনা।
হারিয়ে জেতে দেই কেমনে-মায়ের আচঁল?
কোন দামেই যায় যাহা কেনা।।
নির্বাচনে অভিযোগ, যত শত কু-রচনা?
আমরা তাতে কর্ণপাতে সময় পাই না।
আমরা পাই শেখ মুজিবের ঘ্রাণ,
সে ঘ্রাণ মোদের নেত্রী,
সে শেষ নিশ্বাস যা হারাতে চাই না।।
যে রাঁধে সে চুলও বাঁধে, যত্নেও সে অবিচল।
উন্নয়নের চিন্তা নয়,
বাস্তবতায় তাঁর পরিচয় উপমাময়।
চোখের সামনে এতো শতো সাজানো বাগান,
এগুলো তো তাঁর কারণে পূর্ণ, স্বাধীনতার জয়।।
নেত্রী আমার এখনও ছাত্রী,
অসুস্থতা আর দূর্বলতা নেই, আসে না শুক্রবার।
আলো জ্বালাতে, প্রদীপ জ্বেলে রাত্র শেষ।
শান্তিময় এক সকাল শুরু-মেহনতী জনতার।।
জেলটা মোরা তাঁকেই দিয়েছি,
তাঁর মমতায় আনন্দে চলি।
নিরাপত্তার নামে তাঁকে বন্দী রেখেছো জানো না?
সে হাসিমুখেই বন্দী হয়ে মোদের স্বুরের সুরকার।
হে প্রিয় বাংলা ও বাঙ্গালী!
ক্লান্তের মায়ার আচঁল, জননেত্রী শেখ হাসিনা।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.