মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাক। বেলা পৌনে এগারোটার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। বর্তমানে শিক্ষার্থীরা বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে।
এ সময় শিক্ষার্থীরা, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ‘নো প্লেস ফর মার্ডারার ইন বুয়েট’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থী ক্লাসে ফেরার ঘটনায় বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ আসেনি। ফলে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.