মোহাম্মদ আলী সুমন : কুমিল্লা-৪ আসনে নৌকা মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজী ফখরুল বলেছেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন চলছে, চলবে। আমি নির্বাচিত হলে আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট দেবিদ্বার গড়ে তুলব। সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাই একযোগে কাজ করতে হবে। বুধবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার ছোট আলমপুরে একটি নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আবদুল খালেকের সভাপতিত্বে রাজি ফখরুল আরও বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। এই নৌকার বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই নৌকাকে ঠেকাতে পারেনি, এখনো পারবে না। নৌকায় ভোট দেওয়ার কারণেই আজ দেশের এত উন্নয়ন হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. সফিকুল আলম ভিপি (কামাল), দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মোর্শেদ আলম মোল্লা, কাউন্সিলর মোসা. শারমিন আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.