খাওনি
ঊর্মি
বাড়ির গাছের কচি কদু,
খাইতে লাগে বেজায় মধু।
লগে দিলে ইচা মাছ।
হইয়া যায় ফাস্টক্লাস।
পান্তা ভাতের লগে ডাইল,
ভীষণ স্বাদের লাগে ফাইন।
বেগুন ভাঁজা মরিচ পোরা,
খাইতে আমার লাগে ভালা।
হাঁসের গোস্ত,চাপ্টি,
খাইতে মারি ঘাপটি।
পিঠা কুলি খেজুর রস,
খাইতে চাইলে ওয়েট কর।
স্যুপ,চুকেন,ফ্রাইড রাইস,
উফফ লাগে অনেক নাইস!
কাচ্চি,পোলাও,জর্দা
কাবাব, রোষ্ট,কোপ্তা।
কচু ঘ্যাঁচু,শাকপাতা,
খাইতে চাইলে আয় তোরা।
সর্ষে বাটা,ভূনা ইলিশ।
রাধলে পরে দাওয়াত করিস।
ভর্তা,ভাজি,শুটকি,
বেশি খাইলে দোষ কি?
কোকাকলা,ডাবের পানি,
টেষ্টি,টেষ্টি অনেক হ্যানি।
ফল ফলাদি মিষ্টি পান,
কি যে মজা জলদি আন।
খাওন আছে হরেক পদের,
সব খাওনই অনের স্বাদের।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.