খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে আটক সাংবাদিক প্রদীপ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় রাজনৈতিক ৫টি মামলা রয়েছে। সব মামলায় ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলা।
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এ ছাড়া দৈনিক সমকাল, দীপ্ত টিভি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় খাগড়াছড়ি জেলা থেকে কর্মরত।
প্রসঙ্গত, ৫ আগষ্টের পর এই সাংবাদিকসহ ১৭ জন সাংবাদিকের নামে ৫টি মামলা দায়ার করা হয়। তারই সূত্র ধরে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে প্রদীপ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল সড়ক থেকে আটক করা হয়। প্রদীপ চৌধুরীকে আটকের প্রতিবাদে ও নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের অনেক পেশাজীবী সাংবাদিক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.