মোঃ শাহারিয়া আহমেদ সোহেল,
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে ছাত্র জনতা, খাগড়াছড়ি ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্র পরিষদের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমূখ।
বক্তারা এসময় বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা না হলে সাধারণ জনগণের দুঃখ গুছবে না। আর বৈষম্য দূরীকরণে সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে এবং বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.