সুক্রিয়া দাস
কিছু কবিতার জন্ম হয়
প্রতিবাদের শব্দ নিয়ে,
চারিদিকে কেবল অরাজকতার
কালো মেঘ গেছে ছেয়ে।
সমাজের চোখে কে তুলে ধরবে
মনুষ্যত্বের সঠিক দর্পন?
উপহাস করে চলেছে মানবিকতা আর বিবেক
সমাজের বুকে শুধুই নিষ্ঠুর ভাঙন।
সঠিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে
কালোবাজারি আর ঘুষের লাম্পট্যে।
শিক্ষিত যুবক টোটো চালাক হয়ে
পেটের তাগিদে নেমেছে রাজপথে।
বাসে ট্রেনে হকার বেড়েছে
জীবিকা নির্বাহের জন্য,
দুটো টাকার জন্য মানুষের
মান সম্মান হয়েছে আজ নগন্য।
কল কারখানা বন্ধ হয়েছে
সরকার রয়েছে নিশ্চুপ,
জনগণের জীবন খেলনা বাটি,
গদিতে বসলেই বদলে যাচ্ছে সকলের রূপ।
গরীব আরও গরীব হয়,
এমনটাই সিস্টেম।
ধনীর চোখে স্বপ্ন এঁকে
বিপুল টাকার হচ্ছে লেনদেন।
সাম্যতা আসুক দেশের মাটিতে,
শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি হোক,
বন্ধ কলকারখানা আবার খুলুক,
মুছে যাক দুঃখ কষ্ট খিদের জ্বালার রোগ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.