অতিমারী করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল সেই মানুষেরাই এখন উদ্যোক্তা। তাদের জীবন পাচ্ছে নতুন গতি। স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলা আজ ১৩মার্চ সোমবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে। উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি চলে এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী।
দিনব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বটিয়াঘাটা নির্বাহী কর্মকর্তা নূরুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার ও আসাবুর রহমান।
বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, যুব কর্মকর্তা আবু বক্কর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস, প্রেস ক্লাব সভাপতি কবির খান।
রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যেক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সাবিনা ইয়াসমীন, সমাপ্তি মিস্ত্রি, পঞ্চানন দাস ও বিশ্বনাথ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের জার্জিসউল্লাহ,সৈয়দা সুবাহ শবনম, মাসুদ রানা, গোলাম মোস্তফা, বিপুল রায়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।
মেলায় বিভিন্ন পেশার ২৮জন উদ্যোক্তা অংশগ্রহন করেন। বটিয়াঘাটায় ৩৪৮জন ক্ষুদ্র উদ্যোক্তা তাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.