দেবব্রত মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে আজিজুলের ছেলে রাজীব শেখের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর (১৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আজিজুল তার পুত্রবধূর ওপর কুনজর দেয় এবং তাকে কুপ্রস্তাব দিতে থাকে।
অভিযোগ অনুযায়ী, প্রায় তিন মাস আগে আজিজুল খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পুত্রবধূকে প্রথমবার ধর্ষণ করে।
এরপর থেকে ছেলে রাজীব শেখের অনুপস্থিতির সুযোগে প্রায়ই তাকে ধর্ষণ করত। রাজীব একজন দিনমজুর হওয়ায় তাকে প্রায়ই বাড়ির বাইরে কাজে পাঠানো হতো। দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েও ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি গোপন রাখেন, কিন্তু স্বামীকে জানিয়েও কোনো প্রতিকার পাননি, বরং তাকে তিরস্কার করা হয়।
গত শুক্রবার জুমার নামাজের সময় আজিজুল পুনরায় কুপ্রস্তাব দিলে পুত্রবধূ অসম্মতি জানালে তাকে মারধর করা হয়। এরপর ভুক্তভোগী তার নানী ও মামাকে ঘটনাটি জানালে তারা তাকে নিজেদের বাড়ি নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আজিজুল শেখকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.