২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি 'মুক্তি কামী জনতার সাত দিনের কাগজ' এই শ্লোগান নিয়ে কুমিল্লায় জন্ম হয় সাপ্তাহিক 'মুক্তির লড়াই'। দীর্ঘ সময় অতিক্রম করে মানুষের ভালোবাসায় 'মুক্তি কামী জনতার পত্রিকা সাপ্তাহিক মুক্তির লড়াই বর্তমানে দৈনিক' হিসেবে সারাদেশের পাঠকের হাতে হাতে পৌছাচ্ছে প্রতিদিন। পাঠকদের আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় পত্রিকটি ২১ বছর পার করে ২২ বছরে পদার্পন করেছে।
মুক্তির লড়াই প্রত্রিকার ২১ বছর পুর্তি এবং ২২ বছরে পদার্পন উপলক্ষে পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি নাহিদ জামানের উদ্যগে রূপসায় আজকের সংবাদ পত্রিকার আবুল কালাম বাবুর অফিস কক্ষে ১৯ ফেব্রুয়ারি রবিবার রাত ৮ টায় আনন্দ মুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৈনিক মুক্তির লড়াই পত্রিকার খুলনা প্রতিনিধি নাহিদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবন।
রূপসা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দৈনিক সুবর্ণ নিউজ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক ডাঃ খান শফিকুল ইসলাম শান্ত, জাতীয় শ্রমিকলীগ রূপসা উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, কৃষকলীগ নেতা আকরাম হাওলাদার, নাসির উদ্দিন আর উপস্থিত ছিলো শাহরিয়া হোসেন আকন, তৌফিকুর রহমান তৈমুর, রাতুল শীল, মোঃ ইব্রাহিম, প্রত্যয়, পিয়াস প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.