নাহিদ জামান, খুলনা
খুলনার রূপসায় সন্ত্রাসীর গুলিতে সাব্বির (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার আঃ কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সাব্বির মোটরসাইকেল যোগে তার বাড়ি সামনে পৌঁছালে ২টি মোটরসাইকেলের চারজন যুবক প্রথমে তার প্রতিরোধ করে। এরপর তাকে তাদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল ছেড়ে পাঠানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার শরীরের পিছনে লেগে সে মারাত্মক আহত হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পিছনে গুলি লেগেছে। তবে কে বা কারা তার ওপর গুলি চালিয়েছে। এখন পর্যন্ত তা বলা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.