নাহিদ জামান, খুলনা
খুলনায় বালু ভর্তি ড্রামট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রূপসা ব্রিজের নীচে আছিয়া সী ফুডের সামনে এ ঘটনাটি ঘটে।
মৃত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।
রেজওয়ান মোটরসাইকেলযোগে পুটিমারীর দিকে যাচ্ছিল। আছিয়া সী ফুডসের সামনে বালু ভর্তি ড্রামট্রাকের সাথে ধাক্কা লাগে ওই মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ড্রামট্রাকের নিচে চলে যায় এবং আরোহী তারেক রেজওয়ানের মৃত্যু হয়। স্থানীয়রা আটকের চেষ্টা করলে ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যয়ে। পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.