খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান ৯ মার্চ বৃহস্পতিবার বিকালে খুলনার শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার এসএম বায়োজিদ ইবনে আকবর ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি সিদ্দিকুর রহমানর বিশ্বাস বুলু। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম, এনাম আহমেদ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ৩৫টি স্টলে ১০ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.