খুলনা প্রতিনিধিঃ খুলনার দাকোপের পানখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত্যু আঃ গনির ছোট ছেলে শাজেদুল শেখ (৩০) নামে এক যুবকের বিদ্যুৎ স্পর্শে মৃত্য হয়েছে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, ২৭ জুন মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ ঘেরের নরম পেড়া মাটি উঠানোর জন্য বিদ্যুৎ লাইনে মটর লাইন সেট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
তৎক্ষনিক স্থানীয় লোক জনের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
ঈদকে সামনে রেখে শাজেদুলের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.