নাহিদ জামান, খুলনা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে ২ অক্টোবর বৃহস্পতিবার রাতে পুত্রের হাতে খুন হয়েছেন পিতা। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে পড়েছিলেন পিতা ও পুত্র। এর জের গত বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুত্র ধারালো অস্ত্র দিয়ে পিতার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
সোনাডাঙ্গা থানা সুত্রে জানা যায়, ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.