নাহিদ জামান, খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে মোঃ নিজামুল হক নামে এক মাদক বিক্রেতা ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার। গ্রেফতারকৃত মোঃ নিজামুল হক লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি খেদাবাঘ এলাকার মোঃ আজিমুদ্দিনের পুত্র।
এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনজুরুল বাশারের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে ০২ ডিসেম্বর বিকাল ৩ টার সময় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোঃ নিজামুল হক গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানকারী দলটি লবন চোরা থানার খুলনা সাতক্ষীরা সড়কের খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আলাউদ্দিন মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানার সামনে পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্ৰেফতার করে এবং দেহ তল্লাশি করে। তল্লাশি কালে আসামির ডান হাতে থাকা অবস্থায় একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজার ব্যাগের মধ্যে লাল পলিথিন দ্বারা মোড়ানো কসটেপ দিয়ে প্যাঁচানো ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে লবনচোরা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.