নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭ শে জুলাই বৃহস্পতিবার সকালে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালকের সভাকক্ষে, খুলনা জেলার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক সভায় আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষে আদর্শ বীজতলা,লাইন ও লোগো পদ্ধতিতে ধান রোপন,পার্চিং এর গুরুত্ব প্রদান করে বিশেষ আলোচনা করা হয়। এ সময় উপজেলা পর্যায়ে মাঠ কার্যক্রম মনিটরিং জোরদার করতে বিশেষ ভুমিকা পালনের জন্য বলা হয়েছে। এ ছাড়াও কৃষিতে বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ সহ সকল কে কৃষির উপর আগ্রহী করে গড়ে তোলার প্রতিও ইঙ্গিত প্রদান করা হয়েছে। উক্ত মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) এস এম মিজান মাহমুদ, জিকেবিএসপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. তৌহিদীন ভূইয়া, আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম সহ কৃষি তথ্য সার্ভিস খুলনা জেলার সকল উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.