নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
খুলনা নগরীর গোবরচাকায় প্রতিপক্ষের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন নগরীর নবীনগর এলাকার সানোয়ার শেখের ছেলে। ইমন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন। নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক প্রতিপক্ষের গুলিতে ইমনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবরচাকা তালুকদার লেনের গাবতলা মোড়ের ভাজাওয়ালা গলির মোহাম্মদ খাঁর বাড়ির সামনে ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় ইমন শেখের বুকের বাম পাশে একটি গুলি বিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের সার্জারি ১১/১২ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.